বৃহস্পতিবার , জানুয়ারি ২৩ ২০২৫

ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা ডিএলএস -এর নতুন ডিজি

ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা।

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা কে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি একই অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। রোববার (৩১ অক্টোবর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন (নং ৩৩.০০.০০০০.১১৭.১৯.০০১.১৪.৪৪৩) জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও  প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ-১ অধিশাখার যুগ্মসচিব হামিদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

This post has already been read 4473 times!

Check Also

বিএলআরআই -এর নতুন মহাপরিচালক ড. শাকিলা ফারুক

গাজীপুর সংবাদদাতা: দেশের একমাত্র প্রাণিসম্পদ গবেষণার জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর নতুন …