নিজস্ব প্রতিবেদক: গত বছর বিশ্বজুড়ে সাড়া জাগানোর পরে ‘নোনা জলের কাব্য‘এবারে গ্লাসগো তে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP26 এও ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। গত ৮ নভেম্বর ২০২১ সালে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় সম্মেলনের ‘অফিসিয়্যাল গ্রীন জোন‘ হিসেবে আখ্যায়িত ‘গ্লাসগো সায়েন্স সেন্টার‘ – এ ৮০ ফিট এর আইম্যাক্স থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেছে নোনা জলের কাব্য‘র স্ক্রিনিং।
ছবিটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত বর্তমানে এই সম্মেলনে যোগদানের উদ্দ্যেশ্যে গ্লাসগো তে অবস্থান করছেন। আগামী ২৬ নভেম্বর ছবিটি বাংলাদেশি দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।