আশিষ তরফদার (পাবনা) : পাবনার ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ব্রিধান-৪৯ জাতের নমুনা শস্য কর্তনের আয়োজন করা হয়। মঙ্গলবার (০৯ নভেম্বর)) উপজেরার ঢুলটি গ্রামে কৃষক মনিরুল ইসলামের জমিতে শস্য কর্তন ২০২১ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কৃষিবিদ মো. মেসবাহুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আসাদুল্লাহ নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে ব্রিধান-৪৯ জাতের নমুনা শস্য কর্তন করেন ।
অনুষ্ঠান শুরুতে ব্রি-ধান ৪৯ জাতের প্রদর্শনী প্লটের ধান আগত চাষীদের দেখানো হয় এবং প্রদর্শণী প্লটের ২০ বর্গ মিটারের নমুণা শস্য কর্তন করে ঝাড়াই-মাড়াই শেষে হেক্টরপ্রতি শুকনা ৪.৯৭ মে.টন ফলন রেকর্ড করা হয়। আগত চাষিদের সকলেই উক্ত জাতটি আবাদের সম্মতি জ্ঞাপন করেন।
নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদীর বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট -এর মহাপরিচালক কৃষিবিদ ড. মো. আমজাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. ইউসুফ রানা মন্ডল, ধান গম ও পাট বীজ পকল্প বগুড়া অঞ্চল, বগুড়ার মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম, পাবনা জেলার বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ ড. আজিজুর রহমান, হর্টিকালচার সেন্টার টেবুনিয়ার উপপরিচালক কৃষিবিদ এ এফ এম গোলাম ফারুক হোসেন, পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক(ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. আব্দুল লতিফ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা কৃষি তথ্য সার্ভিস,আঞ্চলিক অফিসের আঞ্চলিক কৃষি তথ্য ও যোগাযোগ বিশেষজ্ঞ কৃষিবিদ প্রশান্ত কুমার সরকার, ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিতা সরকার, আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সজীব আল মারুফ, বেড়া উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মাহামুদা মোতামাইন্না, কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক অফিস পাবনার সহকারী তথ্য অফিসার তুষার কুমার সাহা প্রমুখ।
নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়া সাংবাদিকবৃন্দ, উপজেলার ইউনিয়নে র্কমরত উপসহকারী কৃষি র্কমর্কতাগণসহ প্রায় ২০০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।