বুধবার , ডিসেম্বর ১৮ ২০২৪

বরিশালে জিংকসমৃদ্ধ ব্রিধান৭৪ নিয়ে কৃষক কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে জিংকসমৃদ্ধ ব্রিধান৭৪ নিয়ে কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর)  জেলার গৌরনদীর এলাহি রাইস মিল প্রাঙ্গণে বেসরকারি সংস্থা সিসিডিবির উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন। তিনি বলেন, জিংক একটি অনুপুষ্টি। শরীরের জন্য এর চাহিদা অল্প। কিন্তু অত্যাবশ্যকীয়। তবে জিংকসমৃদ্ধ চালের ভাত খেয়ে তা পূূরণ করা সহজ। ব্রি ধান৭৪ জিংকসমৃদ্ধ এমনই একটি ধানের জাত। ফলনও বেশ ভালো। মধ্যম মাত্রায় ব্লাস্ট প্রতিরোধী। তাই এই ধানের আবাদ বাড়িয়ে  জিংকের অভাব মেটানো সম্ভব।

বার্থী  ইউনিয়নের চেয়ারম্যান মো. রাজ্জাক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার ডেনিশ মারান্ডি, স্থানীয় এক নম্বর ওয়ার্ডের ইউপি. সদস্য  আ. করিম লস্কর, দুই নম্বর ওয়ার্ডের ইউপি. সদস্য  মো. বজলুর রশিদ, সাবেক ইউপি. সদস্য মো. খায়রুল আহসান খোকন প্রমুখ।  কর্মশালায় শতাধিক কিষাণ-কিষাণী অংশগ্রহণ করেন।

This post has already been read 3794 times!

Check Also

কলাপাড়ায় পাটজাতীয় ফসলের আঁশ ও বীজ উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): পটুয়াখালীর কলাপাড়ায় বিজেআরআই উদ্ভাবিত উচ্চ ফলনশীল পাট ও পাটজাতীয় ফসলের আঁশ …