শনিবার , জানুয়ারি ১৮ ২০২৫

সিকৃবি’র শিক্ষার্থীর বিলুপ্তপ্রায় হিজল ও করচ বৃক্ষের চারা বিতরণ

সিকৃবি সংবাদদাতা:  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এর স্নাতকোত্তর  শিক্ষার্থী মৌ দাশ বিলুপ্তপ্রায় হাওর অঞ্চলের বৃক্ষ হিজল ও করচের শতাধিক  চারা আজ বিতরণ করে। চারাগুলো রোপণ ও রক্ষণাবেক্ষণ কাজে স্থানীয় বেসরকারি সংস্থা সেভ সিলেট সহায়তা করে।

সিকৃবি’র কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এমএস  ছাত্রী মৌ দাশ একই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সামিউল আহসান তালুকদার এর তত্ত্বাবধানে হিজল-করচের উপযুক্ত বংশবিস্তার প্রযুক্তি ও তাদের বিস্তার কৌশল নিয়ে কাজ করছে। তাঁর গবেষণার কাজ থেকে হিজল ও করচের এই চারাগুলি উৎপন্ন হয়।

একইসাথে জলাবদ্ধতা সহিষ্ণু ও খরা সহনশীল হিজল-করচই হাওর অঞ্চলের প্রধান বৃক্ষ। এই বৃক্ষগুলোই নানাবিধ প্রতিকূলতা থেকে হাওরবাসীকে রক্ষা করে। কিন্তু দিন দিন হাওর অঞ্চলে এই হিজল আর করচের গাছের সংখ্যা  কমে যাচ্ছে। মৌ দাশ জানান, হিজল-করচ গাছের সংখ্যা বৃদ্ধির জন্য সচেতনতা বৃদ্ধি ও সঠিক রক্ষণাবেক্ষণের পাশাপাশি প্রয়োজন গুনগতমানের পর্যাপ্ত চারা তৈরির জন্য উপযুক্ত বংশবিস্তারের প্রযুক্তি। হাওর অঞ্চলের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় হিজল-করচ বনের বিস্তারের কোন বিকল্প নেই বলেও জানান তিনি ।

This post has already been read 4286 times!

Check Also

সমুদ্রবিজ্ঞান, গবেষণা এবং মানবসম্পদ উন্নয়নে চবি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস

চবি সংবাদদাতা: বাংলাদেশের সমুদ্রসম্পদের টেকসই ব্যবহার, সমুদ্রবিজ্ঞান চর্চা ও দক্ষ মানবসম্পদ তৈরীর প্রয়োজনীয়তা উপলদ্ধি করে …