শনিবার , জানুয়ারি ১৮ ২০২৫

বরিশাল সদরে ভর্তুকিমূল্যে পাওয়ার থ্রেসার বিতরণ

নাহিদ বিন রফিক (বরিশাল) : বরিশাল সদরে কৃষকের মাঝে ভর্তুকিমূল্যে পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান মো. মাহবুবুর রহমান মধু। অন্যান্যের মধ্যে বকÍব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোসা. ফাহিমা হককৃষি সম্প্রসারণ অফিসার  মো. মাহফুজুর রহমান, এইও তানজিলা আহমেদ, কৃষক . জলিল মাতুব্বর প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ভর্তুকির মাধ্যমে প্রাপ্ত এই যন্ত্রপাতি কৃষক এবং সরকারের যৌথ সম্পত্তি। এগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। তাহলেই সরকারের উদ্দেশ্য সফল হবে।

উপজেলা কৃষি অফিসার জানান, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সদর উপজেলায় ১২ টি পাওয়ার থ্রেসার দেওয়া হবে। লাখ ২০ হাজার টাকা মূল্যের প্রতিটি যন্ত্রবাবদ সরকার দেবে ৫০ হাজার টাকা এবং কৃষককে দিতে হবে ৭০ হাজার টাকা।

This post has already been read 2325 times!

Check Also

পাবনায় কৃষকের মাঝে কৃষি বনায়ন প্রযুক্তি জনপ্রিয়করণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাবনা সংবাদদাতা: পাবনা অঞ্চলে কৃষকের মাঝে কৃষি বনায়ন প্রযুক্তি জনপ্রিয়করণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ ২০২৫ অনুষ্ঠিত …