শনিবার , জানুয়ারি ১৮ ২০২৫

বোরো মৌসুমে ধানের জাত নির্বাচন

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: ধান উৎপাদনে বোরো মওসুম সর্বাধিক উৎপাদনশীল। দেশের মোট উৎপাদনের ৫৮ ভাগ আসে এ মওসুম থেকে। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বোরো ধানের গড় ফলন হেক্টরপ্রতি ১.৫ থেকে ২.০ টন পর্যন্ত বাড়ানো সম্ভব যা জাতীয় উৎপাদনে বিশাল ভুমিকা রাখতে পারে। আশা করি এবারের পোস্টের মাধ্যমে বোরো মৌসুমে কোন এলাকায় কোন ধান চাষ করবেন সেই প্রশ্নের উত্তর আপনারা সবাই পেয়ে যাবেন।

  • বোরো মৌসুমের পানি সাশ্রয়ী ব্রি ধান৯২ ছাড়াও যেসব অঞ্চলে সেচের পানির ঘাটতি থাকে, সেসব অঞ্চলে ব্রি ধান৪৫, ব্রি ধান৫৫, ব্রি ধান৬৭, ব্রি ধান৮১, ব্রি ধান৮৪ এবং ব্রি ধান৮৬ চাষ করতে পারেন।
  • উর্বর জমি ও পানি ঘাটতি নেই এমন এলাকায় ব্রি ধান২৯, ব্রি ধান৫০, ব্রি ধান৫৮, ব্রি ধান৫৯, ব্রি ধান৬০, ব্রি ধান৬৩, ব্রি ধান৬৪, ব্রি ধান৬৮, ব্রি ধান৬৯, ব্রি ধান৭৪, ব্রি ধান৮৯, ব্রি ধান ৯২, বঙ্গবন্ধু ধান১০০, ব্রি হাইব্রিড ধান১, ব্রি হাইব্রিড ধান২ এবং ব্রি হাইব্রিড ধান৩ চাষ করতে পারেন।
  • হাওর এলাকায় বিআর১৭, বিআর১৮, বিআর১৯, লবনাক্ত এলাকায় ব্রি ধান৪৭, ব্রি ধান৫৫, ব্রি ধান৬১, ব্রি ধান৯৭, ব্রি ধান৯৯ এবং ঠান্ডা প্রকোপ এলাকায় ব্রি ধান৩৬ চাষ করতে পারেন। (সুত্র: বিআরআরআই)

This post has already been read 3400 times!

Check Also

আমন ধানে ব্রাউন প্ল্যান্ট হপার আক্রমণ: ফলনের ক্ষতি ও করণীয়

ড. মো. মাহফুজ আলম: বাংলাদেশে ধান প্রধান ফসল হিসেবে পরিচিত এবং এর উৎপাদন গ্রামীণ অর্থনীতির …