সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪

কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের  জিকেবিএপি প্রকল্পের টমেটো প্লটের কার্যক্রম পরিদর্শন

ফকির শহিদুল ইসলাম (খুলনা) : কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস,এম, অজিয়র রহমান গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অংগ) এর কার্যক্রম পরিদর্শন করেন। তিনি মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মশিদপুর গ্রামের কৃষক মো. গোলাম মোস্তফা, মো: মিজানুর রহমান ও মো. আতিয়ার শেখের জমিতে চলমান গবেষণা প্লট পরিদর্শন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্পর পরিচালক অমরেন্দ্রনাথ বিশ্বাস, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি খুলনার উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি, বাগেরহাটের অতিরিক্ত উপ-পরিচালক(শস্য)আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) এইচ এম জাহাঙ্গীর আলম সহ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত ও কৃষি সম্প্রসারণ অফিসার শারমিনা শামিম।

বাগেরহাট জেলার উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান ও বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা উপস্থিত ছিলেন।

This post has already been read 3375 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …