সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪

পাবনায় “পরিবর্তিত জলবায়ুতে কৃষিতে করনীয়” শীর্ষক সেমিনার  অনুষ্ঠিত

আশিষ তরফদার (পাবনা) : পাবনায় “পরিবর্তিত জলবায়ুতে কৃষিতে করনীয়” শীর্ষক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পাবনাস্থ কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষন হলরুমে মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলার কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কৃষিবিদ মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদীস্থ কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ মাসুদুর রহমান। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষি তথ্য সার্ভিসের সহকারী তথ্য অফিসার তুষার কুমার সাহা।

সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদীস্থ আঞ্চলিক কৃষি গবেষণা প্রতিষ্ঠানের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলতাফ হোসেন, পাবনা মৃত্তিকা সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ ফারুক হোসেন, টেবুনিয়া উদ্যান কেন্দ্রের উপপরিচালক এ.এফ.এম গোলাম ফারুক হোসেন  এবং কৃষি সম্প্রসারণ বিভাগের অতিঃ উপপরিচালক (পিপি) কৃষিবিদ মো. আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাসুদুর রহমান পরিবর্তিত জলবায়ুতে কৃষিতে করনীয় বিষয়ে কৃষি বিভাগের গৃহিত নানা কর্মসুচীর বিষয়ে আলোকপাত করেন। তিনি খড়া, বন্যা, লবনাক্ততা, জলাবদ্ধতা, শৈত্য প্রবাহের ফলে কৃষিতে বিরূপ প্রতিক্রিয়া এবং তা মোকাবিলার বিষয়ে কৃষি বিভাগের গৃহিত পদক্ষেপগুলি তুলে ধরেন।

পরে মুক্ত আলোচনায় অতিঃ উপপরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল লতিফ এবং কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কৃষি তথ্য ও যোগাযোগ বিশেষজ্ঞ কৃষিবিদ প্রশান্ত কুমার সরকার পাওয়ার পয়েন্টের মাধ্যমে পরিবর্তিত জলবায়ুতে কৃষির বিরূপ বিষয়গুলি তুলে ধরেন এবং সেই সাথে সমাধানের বিষয়গুলিও উপস্থাপন করেন।

আলোচনায় আরও অংশ নেন ঈশ^রদীস্থ কৃষি গবেষনা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. আরিফ হোসেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. ফারুক হোসেন এবং জাতীয় পদকপ্রাপ্ত কৃষক আলহাজ্ব শাহজাহান আলী বাদশাহ প্রমূখ।

সেমিনারে কৃষি সম্প্রসারন বিভাগ, কৃষি তথ্য সার্ভিস, কৃষি গবেষণা প্রতিষ্ঠান, মৃত্তিকা সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠান, পারমানবিক কৃষি গবেষণা প্রতিষ্ঠান , বিএডিসি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা সহ পাচঁ জন বঙ্গঁবন্ধু পদক প্রাপ্ত কৃষক উপস্থিত ছিলেন।

This post has already been read 3661 times!

Check Also

সুনামগঞ্জে বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সমূহের কর্মশালা

মো. জুলফিকার আলী (সিলেট) : বিনা উপকেন্দ্র, সুনামগঞ্জ এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, …