শনিবার , জানুয়ারি ১৮ ২০২৫

খন্দকার মাহবুবুল হক মৎস্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক : মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন  বিসিএস (মৎস্য) ক্যাডারের কর্মকর্তা খন্দকার মাহবুবুল হক । এর আগে তিনি উক্ত প্রতিষ্ঠানের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব কর্মরত ছিলেন। বুধবার (২৯  ডিসেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন (স্মারক নং ৩৩.০০.০০০০.১২৬.১৯.০০১.১৮-৫৫০) জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও  প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাফছা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

This post has already been read 4771 times!

Check Also

বিএলআরআই -এর নতুন মহাপরিচালক ড. শাকিলা ফারুক

গাজীপুর সংবাদদাতা: দেশের একমাত্র প্রাণিসম্পদ গবেষণার জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর নতুন …