এগ্রিনিউজ২৪.কম: আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ১২-১৪ জানুয়ারি সারা দেশে ধানের বীজতলায় পাতা ব্লাস্ট রোগের জন্য অনুকুল পরিবেশ বিরাজ করতে পারে।
রোগবালাই সংক্রান্ত ব্যবস্থাপনা
বর্তমানে সারা দেশে যে আবহাওয়া বিরাজ করছে, বিশেষ করে উত্তরাঞ্চলের আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বোরো ধানের বীজতলায় সংবেদনশীল জাতসমূহে পাতা ব্লাস্ট রোগ দেখা দিতে পারে। সেক্ষেত্রে চারা সবুজ রাখা বা রোপনের সুবিধার্থে চারা বড় করার জন্য বীজতলায় ইউরিয়া সার উপরি প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে । চারার নীচের দিকের পাতায় ব্লাস্ট রোগ বেশী দেখা যায়। তাই ভাল ভাবে পর্যবেক্ষণ করে রোগ দেখা দেওয়া মাত্রই ৬ গ্রাম নাটিভো ১০ লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে ৪-৫ শতাংশ বীজতলায় ৫-৭ দিন ব্যবধানে দুই বার স্প্রে করতে হবে। যারা আগাম রোপন করেছেন তাদের জমির ধানে যদি পাতা ব্লাস্ট রোগ দেখা দেয় তারাও একই ভাবে স্প্রে করতে পারেন।
তাছাড়া ঠান্ডার কারণে বীজতলায় চারা হলুদ হতে পারে। অথবা চারা ধ্বসা রোগের কারণে চারা হলুদ হয়ে মারা যেতে পারে । সেক্ষেত্রে বীজতলায় চারা মারা যাওয়া শুরু হলেই অথবা পূর্ব সতর্কতা হিসেবে চারা হলুদ হওয়া মাত্রই ২-৩ মিলি সেলটিমা অথবা এমিস্টারটপ প্রতি লিটার পানিতে মিশিয়ে উপরোক্ত নিয়মে স্প্রে করতে হবে। সম্ভব হলে ১০০ গ্রাম থিওভিট ১০ লিটার পানিতে মিশিয়ে ৪-৫ শতাংশ জমিতে একই ভাবে স্প্রে করলে চারার হলুদাবভাব কেটে যাবে।
আবহাওয়া ভিত্তিক ধান উৎপাদন ব্যবস্থাপনা সংক্রান্ত পরামর্শ প্রদানে- এগ্রোমেটিওরোলোজি এ ত্রপ মডেলিং ল্যাব, ব্রি, গাজীপুর।