শনিবার , জানুয়ারি ১৮ ২০২৫

কুষ্টিয়া সদরে সমলয়ে চাষাবাদকারী কৃষক-কৃষাণীদের সাথে মতবিনিময় সভা 

আসাদুল্লাহ (পাবনা) : কুষ্টিয়া‘র সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি/ ২০২১-২০২২ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর  আওতায় বোরো হাইব্রিড জাতের সমলয়ে চাষাবাদের আওতায় সুবিধাভোগী কৃষক/কৃষাণীদের সাথে  মতবিনিময় সভা শনিবার (৫ ফেব্রুয়ারি)  মহিষাডাঙ্গা করিমপুর  গ্রামে  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়া‘র উপপরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিক এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব মোঃ সায়েদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ মো. বেনজীর আলম, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা, এছাড়াও  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক কৃষিবিদ ড. মো. আমজাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পরিচালক, কৃষিবিদ স্বপন কুমার খাঁ এবং কৃষি তথ্য সার্ভিসের সহকারী তথ্য অফিসার জনাব তুষার কুমার সাহা প্রমুখ।

প্রধান অতিথি জনাব মো. সায়েদুল ইসলাম বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকদের  করোনা দূর্যোগ ও শ্রমিক সংকটের কারণে রবি মৌসুমে কৃষকদের মাঝে হাইব্রিড জাতের বোরো ধান উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে সমলয়ে ভিত্তিতে চাষাবাদের কার্যক্রম গ্রহণ করেছেন। তিনি আরো বলেন, রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে এক সাথে প্রদর্শনী ব্লকের কৃষকদের যেমন সময় সাশ্রয় হবে অন্যদিকে কৃষকের উৎপাদন খরচও কম হবে কৃষকের উন্নয়নের জন্য সরকার কৃষি প্রণোদনা সহায়তার আওতায় কৃষি যন্ত্র বিতরণ, সুলভ মূল্যে কৃষি উপকরণ প্রদানসহ নানাবিধ সুবিধা প্রদান করে যাচ্ছে। ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ১ বিঘা জমি চারা রোপন করতে সময় লাগে ১ ঘন্টা এবং খরচ হয় মাত্র ৫০০ টাকা। যেখানে শ্রমিক দিয়ে রোপন করলে খরচ হয় ২০০০-২৫০০ টাকা। তাই ট্রান্সপ্লান্টারে রোপন করলে শ্রম, সময় ও অর্থ কম লাগে বা সাশ্রয় হয় বিধায়  উপস্থিত কৃষকগণকে এ ভাবে সমলয় ভিত্তিতে চাষাবদ করার আহবান জানান ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার অতিরিক্ত উপপরিচালক, কৃষিবিদ বিষ্ণু পদ সাহা। জেলা উপজেলা পর্যায়ে কৃষি মন্ত্রণালয়ের অফিসারবৃন্দ সহ শতাধিক কৃষক/কৃষাণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালন করেন সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ সৌতম কুমার শীল।

This post has already been read 5164 times!

Check Also

রাজশাহীতে অনুষ্ঠিত হলো মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহী সংবাদদাতা: “মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প” ২০২৪-২৫ অর্থ বছরের …