বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

চাল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে বিস্ময় -মূখ্য সচিব

নিজস্ব প্রতিবেদক: চাল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে বিস্ময় সৃষ্টি করতে সক্ষম হয়েছে। বিশ্বে আমাদের অবস্থান তৃতীয় উল্লেখ করে তিনি বলেন, যদি চাষ যোগ্য জমির পরিমান পরিমাপক হিসেবে নেওয়া হয় তাহলে আমাদের অবস্থান হবে শীর্ষে।

আজ রবিবার ((৬ ফেব্রুয়ারি)) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে “Follow up Workshop on the UN Food Systems Summit: Commitments of the Government of Bangladesh” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

মূখ্য সচিব বলেন, বর্তমান সরকারের লক্ষ্য উন্নয়নের অন্তরায় দূর করা এবং সেবা গ্রহীতাদের উন্নয়ন কার্যক্রমগুলোতে অংশগ্রহণ নিশ্চিত করা। উন্নয়ন প্রকল্পে অর্থ গুরুত্বপূর্ণ হলেও উদ্ভাবনী আইডিয়া তারচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব ড. আহমেদ কায়কাউস। এসময় তিনি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সেবা গ্রহীতাদের লক্ষ্য অর্জণে একসাথে কাজ করার আহবান জানান।

দেশের মানুষের পুষ্টিমান উন্নত হচ্ছে উল্লেখ করে মূখ্য সচিব বলেন, বিগত ২০-২৫ বছরে আমাদের কৃষির অর্জন অভাবনীয়। তিনি বলেন,বাংলাদেশ জাতিসংঘ ফুড সিস্টেম সামিটের কমিটমেন্ট অর্জনে সঠিক পথে রয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফপিএমইউ এর মহাপরিচালক মো: শহীদুজ্জামান ফারুকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।

এছাড়াও বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি মি. রবার্ট ডি সিমসন এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রেশন এর কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ওয়ার্কশপে বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম প্রতিনিধি অংশ নেন।

This post has already been read 3722 times!

Check Also

নীলফামারীতে আগাম আলু তোলা শুরু, মাঠেই বিক্রি ৯০ টাকা কেজি

নীলফামারী সংবাদদাতা: নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু তোলা শুরু করেছেন কৃষকরা। আলু উৎপাদন করে ভাগ্য বদলের …