Saturday , April 26 2025

৩২টি এগ্রো ফার্মের শতাধিক ষাঁড় নিয়ে  “চিটাগং ক্যাটল এক্সপো-২০২২“ অনুষ্ঠিত

চট্টগ্রাম সংবাদদাতা: বিশাল আকৃতি ও বিভিন্ন জাতের ষাঁড় প্রদর্শনীর মাধ্যমে বন্দর নগর চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে “চিটাগং ক্যাটল এক্সপো-২০২২“। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে ক্যাটল এক্সপো প্রদর্শনীতে আসে নানা এগ্রো ফার্মের শতাধিক গরু। প্রদর্শনীতে স্থান পেয়েছে ১০ কোটি টাকা মূল্যের ৩২টি অ্যাগ্রো ফার্মের শতাধিক ষাঁড়। আয়োজক কমিটি বলছে, মাংসজাতীয় খাদ্যে ভারতনির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করাই এই আয়োজনের লক্ষ্য। উদ্যোক্তারা বলছেন, এ খাতে কাজ করার অনেক সুযোগ আছে।

সকাল থেকে ষাঁড় প্রদর্শনী শুরু হয়। বিকেল চারটায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোছলেম উদ্দিন আহমেদ এমপি, চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন, এসিআই এগ্রো বিজনেস-এর প্রেসিডেন্ট ড. এফএইচ আনসারী, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, নাহার অ্যাগ্রোর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ব্রিডার ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাকিবুর রহমান (টুটুল)।

ক্যাটল এক্সপোর সমন্বয়ক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন বলেন, ‘অনেক সময় দেখা যায়, বিদেশি পণ্য এখানে ঢুকছে, ক্রস বর্ডারে ঢুকছে, এতে রাজস্বের ক্ষতি হচ্ছে। বাংলাদেশে আমিষের ঘাটতি আছে। তাই আমরা যারা তরুণ উদ্যোক্তা আছি, তারা কিন্তু সেই আমিষের ঘাটতিটা পূরণ করতে পারি। এছাড়া ভারত থেকে বেআইনিভাবে গরু বাংলাদেশে ঢোকে। আমরা সেটা বন্ধ করে পুষ্টিজাত মাংসজ খাদ্য যোগানে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে চাই।’’

ক্যাটল এক্সপোর সভাপতি আক্তার হোসেন জেকি বলেন, ‘আমাদের যে খামারগুলো আছে, আমরা যে প্রাকৃতিকভাবে গরু লালনপালন করছি, সেটা মানুষকে জানানো দরকার।’

This post has already been read 4972 times!

Check Also

মোবাইল ভেটেরিনারি ক্লিনিক  বাংলাদেশের জন্য একটি বিশাল অর্জন – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর  দোরগোড়ায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের (এমভিসি) সেবা পৌঁছে দেয়ার আহ্বান জানিয়ে  …