বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪

কলাপাড়ায় বিনাচাষে বারি আলু-৭২’র ক্ষেত পরিদর্শন বারির মহাপরিচালকের

নাহিদ বিন রফিক (বরিশাল): পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলার পাখিমারায় বিনাচাষে বারি আলু-৭২ এবং বারি আলু-৭৮’র ক্ষেত পরিদর্শন করলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. দেবাশিষ সরকার। তিনি বুধবার (২৩ মার্চ) উপজেলার পাখিমারা গ্রামের এক কৃষকের প্রদর্শনীপ্লট ঘুরে দেখেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তেল বীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. আব্দুল লতিফ আকন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই)  অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম, বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন,  বৃহত্তর বরিশাল ও ফরিদপুর অঞ্চলের ডাল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. ছালেহ উদ্দিন, ডিএই’র উপপরিচালক একেএম মহিউদ্দিন, বিএআরআই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সহিদুল ইসলাম খান, ভাসমান কৃষি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার, বিএআরআই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিমুর রহমান, কলাপাড়ার উপজেলা কৃষি অফিসার এ.আর.এম. সাইফুল্লাহ, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাইনুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নজরুল ইসলাম, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।

বিএআরআই’র সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সহিদুল ইসলাম খান জানান, এই জাত দু’টো লবণসহিষ্ণু। তাই কলাপাড়াসহ অন্যান্য লবণাক্ত এলাকায় চাষ করা সম্ভব। বিনাচাষে আবাদ হওয়ার কারণে উৎপাদন খরচ কম পড়ে। সময়ও সাশ্রয় হয়।

তিনি আরো জানান, বিনা চাষে আলু আবাদে উৎসাহিত করতে এ ধরনের প্রদর্শনী দেওয়া হয়। আর এ কাজে আর্থিক সহায়তা করছে এসিআইএআর-কেজিএফ প্রতিষ্ঠান।

This post has already been read 2893 times!

Check Also

বারিতে কৃষি যন্ত্রপাতির অংশীজনের সন্নিবদ্ধ কর্মশালা

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) …