শনিবার , জানুয়ারি ১৮ ২০২৫

বরিশালের কৃষি গবেষণা কেন্দ্রে ভাসমান বেডচাষিদের উদ্বুদ্ধকরণ ভ্রমণ

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের কৃষি গবেষণা কেন্দ্রে ভাসমান বেডচাষিরা উদ্বুদ্ধকরণ ভ্রমণ করেছেন। আজ ভাসমান বেডে সবজি ও মসলা চাষ, গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের (ডিএই অংগ) উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক (বারি অংগ) ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের উপ-প্রকল্প পরিচালক ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস।

প্রকল্পের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার বিবেকানন্দ হীরার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নলছিটির উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি, মুকসুদপুরের উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান, নেছারাবাদের উপজেলা কৃষি অফিসার চপল কৃষ্ণ নাথ, নলছিটির কৃষি সম্প্রসারণ অফিসার আলী আহমেদ, মুকসুদপুরের কৃষি সম্প্রসারণ অফিসার চৈতন্য পাল,  কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক,  নলছিটির কৃষক মুহাম্মদ রাব্বি প্রমুখ।

কৃষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, দেশের নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণে ভাসমান কৃষির রয়েছে বিরাট ভূমিকা। তবে এর বাস্তবায়ন আপনাদের মাধ্যমেই সম্ভব। তাই গবেষণাপ্রতিষ্ঠানে এসে যেসব আধুনিক প্রযুক্তিগুলো দেখলেন, তা মাঠে প্রয়োগ করলে ভাসমান কৃষি অনেক এগিয়ে যাবে। পাশাপাশি আপনারাও হবেন লাভবান। উদ্বুদ্ধকরণ সফরে আগত চাষিরা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে স্থাপিত ভাসমান কৃষির বিভিন্ন প্রযুক্তি ঘুরে দেখেন। এতে বরিশালের নলছিটি, পিরোজপুরের নেছারাবাদ এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৯০ জন কৃষক অংশগ্রহণ করেন।

This post has already been read 3927 times!

Check Also

পাবনায় কৃষকের মাঝে কৃষি বনায়ন প্রযুক্তি জনপ্রিয়করণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাবনা সংবাদদাতা: পাবনা অঞ্চলে কৃষকের মাঝে কৃষি বনায়ন প্রযুক্তি জনপ্রিয়করণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ ২০২৫ অনুষ্ঠিত …