রবিবার , জানুয়ারি ৫ ২০২৫

আহকাব এর ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পোল্ট্রিসহ প্রাণীজ স্বাস্থ্য ও পুষ্টি পণ্য উৎপাদনকারী, আমদানীকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সমূহের একমাত্র বাণিজ্যিক সংগঠন (Animal Health Companies Association of Bangladesh (AHCAB)- এর ১৯তম বার্ষিক সাধারণ সভা ২৮ মার্চ, উৎসব হল, রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, বিমান বন্দর সড়ক, ঢাকায় সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আহকাব এর প্রায় সকল সদস্য যোগদান করেন।

সভাপতির স্বাগত বক্তব্যের পর সভায় বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, বার্ষিক প্রতিবেদন, অডিট প্রতিবেদন, ২০২২ সালের বাজেট প্রস্তাব, অডিটর নিয়োগসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়।

এছাড়াও সভায় উম্মুক্ত আলোচনায় সদস্যগণ দেশের প্রাণীজ খাতের বিভিন্ন সমস্যার বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন। কার্যনির্বাহী কমিটির সদস্যগণ বিষয়গুলো সমাধানের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন মর্মে আশ^স্থ করেন। সব শেষে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

-প্রেস বিজ্ঞপ্তি

This post has already been read 3883 times!

Check Also

শেরপুর ভেটস ক্লাবের নতুন কমিটি ঘোষণা

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: শেরপুর ভেটস ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) সংগঠনটি আয়োজিত …