বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

ডিম ও মাংসের দাম কিছুটা কমেছে

এগ্রিনিউজ২৩.কম ডেস্ক: শুরুর আগের দিন যে গরুর মাংস বিক্রি হয় ৬৮০ থেকে ৭০০ টাকা কেজি; মোহাম্মদপুরের কৃষি মার্কেট বাজার ও কল্যাণপুরের নতুন বাজারে গতকাল সেই গরুর মাংসের কেজি ছিল ৬৫০ থেকে ৬৮০ টাকা। যদিও রোজার রোজার এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ৬২০ থেকে ৬৫০ টাকায়।

গরুর মাংসের পাশাপাশি ব্রয়লার মুরগি, সোনালিকা (কক) মুরগি ও ফার্মের মুরগির ডিমের দাম কমেছে। গতকাল ব্রয়লার মুরগি ১৫০-১৫৫ টাকা কেজি বিক্রি হয়েছে। রোজা শুরুর এক দিন আগে বিক্রি হয়েছিল ১৭০ থেকে ১৮০ টাকা। এ ছাড়া ৩০০-৩২০ টাকা দরে বিক্রি হওয়া সোনালি মুরগি গতকাল ২৭০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। আর হালিতে ১ থেকে ২ টাকা কমে ফার্মের মুরগির ডিম বিক্রি গতকাল হয়েছে ৩৪ টাকায়।

This post has already been read 10485 times!