নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠির নলছিটিতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাড) কর্মকর্তারা নলছিটির এসএসিপি প্রকল্পের কৃষি কার্যক্রম পরিদর্শন করেছেন। গত ৭ এপ্রিল তারা উপজেলার দপদপিয়ায় কয়েকটি ভার্মিকম্পোস্টের খামার প্রত্যক্ষ করেন। সেইসাথে বসতবাড়ির স্থাপিত পুষ্টিসমৃদ্ধ উচ্চমূল্যের সবজিবাগান প্রদর্শনী এবং ১ টি ড্রাগন ফলবাগান ঘুরে দেখেন। পরে হদুয়ার চরে বিএডিসি কর্তৃক বাঁধ নির্মাণে সুবিধাভোগী চাষিদের তরমুজ ক্ষেত পরিদর্শন করেন।
এ সময় টিম লিডার ডন গ্রীনবাগের সফরসঙ্গী হিসেবে ছিলেন শান্তনু এবি এবং ভূঁইয়া নাহিয়া মাহমুদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম, স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের (এসএসিপি) প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ এমদাদুল হক, বরিশালের কৃষি উন্নয়ন কর্পোরেশনের নিবার্হী প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি, কৃষি সম্প্রসারণ অফিসার আলী আহম্মদ, এসএসিপির কর্মকর্তা মো. ওমর ফারুক প্রমুখ।
উল্লেখ্য, স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের সাহায্যপুষ্ট একটি প্রকল্প। এটি দেশের দক্ষিণাঞ্চালীয় ১১ টি জেলার ৩০ টি উপজেলায় দরিদ্র কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে আসছে।