এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং অন্যান্য বৈশ্বিক আবহাওয়া সাংস্থাসমূহের পূর্বাভাস অনুযায়ী ১০ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চল, তদসংলগ্ন ভারতের আসাম এবং মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের ফলে সুরমা, কুশিয়ারা, যাদুকাটার কয়েকটি পয়েন্টের পানি বিপদসীমানা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে সকলকে যত দ্রুত সম্ভব ধান কেটে ফেলার জন্য অনুরোধ করা হয়েছে ।
কোথাও কোন স্থানে যদি ফসল রক্ষা বাঁধে ফাটল দেখা দেয় অথবা বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয় যত দ্রুত সম্ভব স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। নির্বাহী প্রকৌশলীল দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টিকে অতীব জরুরি উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে হাওরের ফসল রক্ষার দায়িত্ব আমাদের সবার, আসুন আমরা সবাই মিলে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় একযোগে কাজ করার অনুরোধ জানানো হয়েছে।