বুধবার , ডিসেম্বর ১৮ ২০২৪

কানাইঘাটে কৃষি অফিসের উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত

সিলেট সংবাদদাতা: কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের চাতল হাওরে ২৩ এপ্রিল শনিবার দুপুর ১২.০০ ঘটিকার সময় বোরোধান কর্তন উৎসব  শেষে সাতবাঁক ইউনিয়ন এর উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবুল হারিছ এর পরিচালনায় ও সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আবু তাইয়িব শামিম এর সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ  মো. মোশাররফ হোসেন  খান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ  মোহাম্মদ  কাজী মজিবুর রহমান,মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ ফরহাদ মিয়া,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এমদাদুল হক ও ৩ নং দিঘির পার পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী মুহিন।

আরো উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা চিন্ময় কুমার চন্দ,নজরুল ইসলাম,আজাদ মিয়া,আরজু মিয়া,কৃষক প্রতিনিধি হাজি আব্দুল মন্নান, হুমায়ুন কবির সুহেব,ইজ্জাদুর রহমান সহ প্রায় ৫০ জন কৃষক।

পরে অতিথি বৃন্দ ৩ নং দিঘির পার ইউনিয়নের ধনমাইর মাটি গ্রামে অনুরূপ একটি অনুষ্ঠানে যোগ দেন।

This post has already been read 3184 times!

Check Also

কলাপাড়ায় পাটজাতীয় ফসলের আঁশ ও বীজ উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): পটুয়াখালীর কলাপাড়ায় বিজেআরআই উদ্ভাবিত উচ্চ ফলনশীল পাট ও পাটজাতীয় ফসলের আঁশ …