রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

শেরপুর ভেটস ক্লাবের নতুন কমিটি ঘোষণা

শেরপুর ভেটস ক্লাবের নব নির্বাচিত কমিটির সদস্যগণ।

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: শেরপুর ভেটস ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) সংগঠনটি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল শেষে ভেটস ক্লাবের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ২৫ সদস্য বিশিষ্ট উক্ত নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ডা. আবুল বাশারকে সভাপতি এবং ডা. মোহাম্মদ সরোয়ার জাহানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর ভেটস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. রেজওয়ানুল হক ভূইয়া শাহজাদা  ও পসাধারণ সম্পাদক ডা. আব্দুল মান্নান, প্রাণিসম্পদ অধিদপ্তরের ও প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ডা. শাহিনুর ইসলাম।

এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় শেরপুর ভেটস ক্লাবের নতুন সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ সরোয়ার জাহান সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের অগ্রজদের দেখানো পথে আমাদের পথ চলতে নব সহযোদ্ধাদের চলতে সার্ভিক সহযোগীতা চাই। জয় হোক ভেটেরিনারিয়ানদের। জয় হোক শেরপুর ভেটস ক্লাবের।

গতকাল ৩০ এপ্রিল, ২০২২ শেরপুর ভেটস ক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ২০২২-২০২৩ মেয়াদের ২৫ সদস্যের  নতুন কার্য্যনির্বাহী কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন –

সভাপতি : ডা. মো. আবুল বাশার
সহ সভাপতি ১ :  ডা. মো. সানোয়ার হোসেন
সহ সভাপতি ২ : ডা. তাপস অধিকারী
সাধারণ সম্পাদক : ডা. মোহাম্মদ সরোয়ার জাহান
যুগ্ম সাধারণ সম্পাদক ১ : ডা. মো. রাশেদুজ্জামান মিয়া রুবেল
যুগ্ম সাধারণ সম্পাদক ২:  ডা. মো. রাজিবুল আলম
যুগ্ম সাধারণ সম্পাদক ৩ : ডা. কামরুল হাসান সৈকত
কোষাধ্যক্ষ :  ডা. মো. আব্দুস সাত্তার
সাংগঠনিক সম্পাদক : ডা. মো. জাহাঙ্গীর আলম
প্রচার প্রকাশনা সম্পাদক : ডা. মো. আব্দুল আলিম
দপ্তর সম্পাদক : ডা. তানভীর আহমেদ তালুকদার
ক্রীড়া সংস্কৃতি বিষয়ক সম্পাদক :  ডা. আল ইমরান
সমাজ কল্যাণ সম্পাদক : ডা. মো. নজরুল ইসলাম
নারী বিষয়ক সম্পাদক : ডা. ওয়ালিফা জাহান কনা

কার্য নির্বাহী সদস্য:
১. ডা. মো. সাদ্দাম হোসেন – বশেমুরকৃবি
২. ডা. মো. সুজন হাসান – বাকৃবি
৩. মো. আশরাফুল ইসলাম শুভ – পবিপ্রবি
৪. ইমরান হোসন লিখন – এসএইউ
৫. রবিউল আউয়াল – ঝিনাইদহ সরকারী ভেটেরিনারি কলেজ
৬. আবু রায়হান রমিন – সিরাজগঞ্জ সরকারী ভেটেরিনারি কলেজ
৭. আশরাফুল ইসলাম – গবি
৮. ইফতেখারুল ইসলাম ইভান – সিভাসু
৯. মোরাদ – শেকৃবি
১০. রুম্মান হোসেন তুহিন – হাবিপ্রবি
১১. শবনম মোস্তারী – বশেমুরবিপ্রবি, গোপালগঞ্জ

এক্স অফিসিও:
১. ডা. রেজওয়ানুল হক ভূইয়া শাহজাদা
২. ডা. মো. আব্দুল মান্নান

উল্লেখ্য, ভেটেরিনারি পেশাকে ব্রান্ডিং করার লক্ষ্যে শেরপুর জেলার সকল সরকারী, বেসরকারী পর্যায়ের অবসরপ্রাপ্ত ও বর্তমানে কর্মরত ভেটেরিনারিয়ান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত ভেটেরিনারি শিক্ষার্থীদের নিয়ে ২০১৪ সালে গঠিত হয় শেরপুর ভেটস ক্লাব। ভেটেরিনারি পেশার আদ্যপান্ত নবীনদের মাঝে এবং নবীনদের চিন্তা ভাবনা প্রবীণদের মাঝে শেয়ারিং এর এক অনন্য নজির এই ক্লাব। সংগঠনটির পক্ষ থেকে প্রতি বছর অবসরপ্রাপ্ত সিনিয়র ভেটেরিনারিয়ান, দুজন খামারিকে সন্মানিত করা, কোভিডকালিন সময়ে নিম্ন আয়ের মানুষের সহায়তা প্রদান, নবীনদের বরন, প্রবীণদের সন্মাননা প্রদান সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমগুলো পরিচালনা করে আসছে।

This post has already been read 9767 times!

Check Also

অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও এসডিজি বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সামছুল আলম : ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও …