Wednesday , April 9 2025

বরিশালে এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল) : বরিশালে স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের (এসএসিপি) বার্ষিক তদারক ও পর্যালেচনা বিষয়ক আঞ্চলিক কর্মশালা-অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মে) নগরীর ব্রির হলরুমে এসএসিপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক  মো. বেনজীর আলম ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএইর পরিচালক ( প্রশিক্ষণ উইং) মো. তাওফিকুল আলম। সভাপতিত্ব করেন ডিএইর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক হৃদয়েশ্বর দত্ত।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মুখ্য  বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন, ডিএই পটুয়াখালীর উপপরিচালক একেএম মহিউদ্দিন, ডিএই ভোলার উপপরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর, প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ এমদাদুল হক,  ডিএই পটুয়াখালীর জেলা প্রশিক্ষণ অফিসার মো. খায়রুল ইসলাম মল্লিক, ডিএই বরিশালের জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার সৈয়দ আবু সিয়াম জুনকারনাইন, ভোলার চরফ্যাশন উপজেলার কৃষক আক্তার মহাজন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে কখনো কখনো কৃষকের উৎপাদিত ফসল ঘরে তোলা যায় না। এমন ক্ষয়ক্ষতি কমানোর জন্য এ প্রকল্প আশার আলো জাগিয়েছে। এর মাধ্যমে প্রতিকূলসহনশীল  এবং উচ্চ ফলনশীল ফসলের আবির্ভাব ঘটেছে। এ প্রকল্পে গবেষণা থেকে শুরু করে বাজারজাতকরণের সমন্বয় ঘটানো হয়েছে।  এতে কৃষকের জীবনমানের উন্নয়ন হবে।  দিনব্যাপী এ কর্মশালায় ১০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

This post has already been read 3814 times!

Check Also

সিলেটে অনাবাদি জমিতে পুষ্টি বাগান স্থাপন প্রকল্প নিয়ে সেমিনার অনুষ্ঠিত

মো.জুলফিকার আলী (সিলেট) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের আয়োজনে এবং ২০২৪-২৫ অর্থবছরের “অনাবাদি পতিত …