Sunday , April 27 2025

কৃষিকে রপ্তানিমুখী করা সরকারের লক্ষ্য

ফকির শহিদুল ইসলাম (খুলনা) : কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য এবং যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় খুলনা আঞ্চলিক কার্যালয় আয়োজিত ‘কৃষি উন্নয়নে ইনোভেশন’ শীর্ষক সেমিনার আজ বৃহস্পতিবার (০৯ জুন) সকালে নিজস্ব কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পিপিবি অধিশাখার যুগ্মসচিব মো. মশিউর রহমান।

প্রধান অতিথি বলেন, দেশিয় চাহিদা পূরণের সাথে সাথে কৃষিকে রপ্তানিমূখী করা সরকারের লক্ষ্য। কৃষিতে যেমন আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে, তেমনি নিত্য নতুন জাত উদ্ভাবন ও দূর্যোগসহিষ্ণ ফসল চাষের মাধ্যমে কৃষিতে নতুন নতুন ইনোভেশন হচ্ছে। আবহাওয়ার সাথে পরিবেশগত অভিযোজনে ইনোভেশন বড় ভূমিকা রাখছে। কৃষি তথ্য সার্ভিসের মাধ্যমে কৃষকদের এসব উদ্ভাবনী তথ্য ব্যাপকভাবে প্রচার করতে হবে।

কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ঢাকার পরিচালক কৃষিবিদ ড. সুরজিত সাহার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা অঞ্চলের ডিএই’র অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. ফজলুল রহমান। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাফিজুর রহমান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ প্রমুখ বক্তৃতা করেন। স্বাগত জানান প্রকল্প পরিচালক তাপস কুমার ঘোষ।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকতা ড. তাহমিদ হোসেন আনছারী, ড. মো. হারুনর রশীদ ও জেলা প্রশিক্ষণ অফিসার মো. মোতাহার হোসেন। সেমিনারটি সঞ্চালনা করেন আঞ্চলিক বেতার কৃষি অফিসার শারমীন শামিম। এই প্রকল্পের উদ্দেশ্য কার্যকর, মানসম্মত তথ্য সেবা প্রদানের লক্ষ্যে কৃষি তথ্য সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি এবং গণমাধ্যমের সহায়তায় কৃষির আধুনিক তথ্য সহজলভ্য করে কৃষিজীবীদের সচেতনতা সৃষ্টি করে লাগসই প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করা।

সেমিনারে খুলনা বিভাগের সাতটি জেলাসহ ফরিদপুর, রাজবাড়ি, মাদারীপুর, শরিয়তপুর ও গোপালগঞ্জ জেলার উপপরিচালক, ইউএও, গবেষণা প্রতিষ্ঠান ও প্রগতিশীল কৃষকরা অংশ নেন।

This post has already been read 4119 times!

Check Also

প্রতিমাসেই চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: চীনা বিনিয়োগকারীদের সকল ধরনের সমস্যা জানতে ও তার দ্রুত সমাধানে প্রতি মাসের ১০ …