শুক্রবার , ফেব্রুয়ারি ২১ ২০২৫

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ইয়ামাহা রাইডারস্ ক্লাব

এগ্রিনিউজ২৪.কম: সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে “বন্যার্তদের পাশে মানবতার স্বার্থে” স্লোগান নিয়ে বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে গেছে ইয়ামাহা রাইডারস্ ক্লাব এর একটি দল। বৃষ্টি আর পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় কয়েকদিন ধরে উক্ত অঞ্চলের পানিবন্দী মানুষজন চরম খাদ্য সংকটে রয়েছে। এ অবস্থায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে ইয়ামাহা রাইডারস্ ক্লাব।

ক্লাবের সদস্যদের নিয়ে গঠিত একটি দল গত ২২ জুন ঢাকা হতে এই কর্মসূচীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ২৩ জুন সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চলে প্রায় ২০০০ মানুষের নিকট রান্না করা খাবার, শুকনো খাবার ও জরুরী ঔষধ বিতরণ করা হয়। একই সাথে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিৎকরণ এর জন্য একটি মেডিকেল টিম ছিল এই কর্মসূচীতে। এই কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করে এসিআই মটরস্।

উল্লেখ্য, ইয়ামাহা রাইডারস্ ক্লাব হলো বাইকারদেরকে নিয়ে গঠিত একটি কমিউনিটি। ইতিপূর্বে দেশের বিভিন্ন দূর্যোগে এই ক্লাব স্বত:স্ফুর্ত ভাবে মানবতার সেবায় এগিয়ে এসেছে।

This post has already been read 3276 times!

Check Also

বরিশালের বাবুগঞ্জে কৃষিসিনেমা প্রদর্শন

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল (১২ ফেব্রুয়ারি) …