বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

পাবনা সদরে মুজিব শতবর্ষ উপলক্ষে বীজ, ফলের চারা ও মালামাল বিতরণ

Exif_JPEG_420

আব্দুল কাইউম (পাবনা) : পাবনা  সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগে ৩০ টি ব্লকে ১৬০ জন কৃষাণ কৃষাণী পরিবারিক পুষ্টি চাহিদা মেটানোর জন্য বিভিন্ন  সবজি বীজ,ফলের চারা, ঝাঁঝরি, বেড়ার জন্য নেট, বীজ সংরক্ষণ এর জন্য পাত্র ও সাইনবোর্ড  সরবরাহ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশিদ হোসাইন এর উপস্থিতিতে মালামাল বিতরণ কলে কৃষাণ কৃষাণী উদ্দেশ্য তিনি বলেন, সুষম পুষ্টি সবার জন্য আবশ্যক, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী প্রতিইঞ্চি ভূমির সঠিক ব্যবহার করতে এই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এতে অনআবাদী বাড়ির আঙ্গিনা ও জমি সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি আর্থকভাবে লাভবান হবে।

দোগাছি ইউনিয়ন এর কৃষক মারফত উদ্দিন জানান- আমার মঠের জমি নাই, বাড়িতে উঠানে পতিত জমি রয়েছে, সেখানে উপসহকারী কৃষি কর্মকর্ত পরামর্শে পুষ্টি বাগানের জন্য মালামাল পেয়ে আমি অনেক আনান্দিত। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষাণ কৃষাণী।

This post has already been read 3167 times!

Check Also

জৈব পদার্থ মাটির হার্ট- বরিশালে বিনার মহাপরিচালক

নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মো. আবুল কালাম …