এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: দেশের প্রাণিস্বাস্থ্য সেবা খাতের স্বনামধন্য কোম্পানি সেইফ বায়ো প্রোডাক্টস লি. এর উদ্যোগে লেয়ার খামারিদের নিয়ে কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) বরিশালের লেয়ার মুরগির রাজধানী খ্যাত স্বরূপকাঠিতে প্রায় ১৫০ জনের অধিক লেয়ার খামারীদের নিয়ে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
লেয়ার খামার ব্যবস্থাপনা ও ভ্যাকসিনের গুরুত্ব শীর্ষক সেমিনারে মুখ্য আলোচক ছিলেন ন্যাশনাল পোলট্রি কনসালটেন্ট ও সেইফ বায়ো প্রোডাক্টস লি. এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ সরোয়ার জাহান। সভাপতিত্ব করেন ফজিলা রহমান মহিলা ডিগ্রী কলেজ, নেছারাবাদ এর প্রাক্তন অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন।
সেমিনারে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সেইফ বায়ো প্রোডাক্টস লি. এর চেয়ারম্যান মো. রহিম সিকদার, পরিচালক জাহিদ হোসেন। উপস্থাপনায় ছিলেন ডা. আব্দুর রাকিব মোড়ল। অন্যান্যদের মধ্যে নিউ হোপ ফিড এর ডা. নুরুজ্জামান শাহনূর, বেঙ্গল ওভারসিজ এর বরিশাল জোনের ডা. শহিদুল ইসলাম সহ প্রমূখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আব্দুল গাফফার মাহমুদ, প্রোপাইটর, স্টার পোল্ট্রি এন্ড ফিস ফিড, নেছারাবাদ, স্বরূপকাঠি, পিরোজপুর।