রবিবার , জানুয়ারি ১৯ ২০২৫

এমএসডি এনিমেল হেলথ এর ডা. রিপন কুমার পাল -এর মায়ের মৃত্যুবরণ

মিসেস অঞ্জলী পাল

এগ্রিনিউজ২৪.কম রিপোর্ট: দেশের পোলট্রি ও প্রাণিসম্পদ সেক্টরের অত্যন্ত সুপরিচিত মুখ এমএসডি এনিমেল হেলথ এর সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার ডা. রিপন কুমার পাল -এর মমতাময়ী মা মিসেস অঞ্জলী পাল মৃত্যুবরন করেছেন। অসুস্থাজনিত কারণে আজ সন্ধ্যা ৭:৩০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ডায়াবেটিস, কিডনি ও হার্ট সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ৪ সন্তান ছাড়া, নাতী, নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ রাত ১ টায় ময়মনসিংহ মহাশ্বশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে পরলোকগমনকারীর ছেলে ডা. রিপন কুমার পাল এগ্রিনিউজ২৪.কম কে নিশ্চিত করেছে। ডা. রিপন কুমার পাল এর পক্ষ থেকে পরলোকগমনকারী ও তাঁর পরিবারের জন্য আশীর্বাদ কামনা করা হয়েছে।

This post has already been read 3290 times!

Check Also

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে -সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত …