নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম। এর আগে এক বর্ণাঢ্যর্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিল্পোকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখানে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত পুলিশ কমিশনার ফজলুল করিম, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তফা কামাল, সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এহতেশামুল হক, বীর মুক্তিযোদ্ধা কেএসএম মহিউদ্দিন মানিক প্রমুখ।
পক্ষকাল ব্যাপী এই মেলায় ৫০টি স্টল স্থান পায়। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বন বিভাগ, হর্টিকালচার সেন্টারসহ বিভিন্ন বেসরকারি মালিকানাধীন নার্সারি রয়েছে। মেলার প্রথম দিনেই দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার সৃষ্টি হয়। প্রতিদিন সন্ধ্যায় কৃষি তথ্য সার্ভিসের সৌজন্যে কৃষি বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা রয়েছে। মেলা শেষে গাছের চারা বিক্রির ওপর নার্সারি মালিকদের পুরস্কৃত করা হবে।