বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে লেখা আহ্বান করেছে বিএসএসএফ

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: আগামী অক্টোবর বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে লেখা আহ্বান করেছে BSSF  বা বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড। দিবসটি উপলক্ষ্যে সংগঠনটির পক্ষ থেকে প্রতি বছর সেফ ফুড ডাইজেস্ট নামে একটি প্রকাশনা নিয়মিত বের করে আসছে।।

এ সম্পর্কে মেম্বার সেক্রেটারি ডা. মোহাম্মদ সরোয়ার জাহান জানান, Safe Food Digest নামের ম্যাগাজিনটি ২০২০ সন থেকে প্রতি বছর প্রকাশিত হয়ে আসছে। ম্যাগাজিনটি বাংলায় প্রকাশিত হওয়ায় সকল বিশ্ববিদ্যালয় সহ সর্ব মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশ্বায়নের এই যুগে প্রানিজ আমিষ তথা ডিম, দুধ, মাংস, মাছ, নানাবিধ শস্য ও শাক-সব্জী, ফল-মূল কিভাবে নিরাপদ ভাবে উৎপাদন, সংরক্ষণ, বিপনন করা যায় এ ম্যাগাজিনের মাধ্যমে সেটি তুলে ধরা হয়।

‘এই বিষয়ে দেশের সকল সেক্টর থেকে উক্ত প্রকাশনার জন্য সকল পেশাজীবি, উদ্যোক্তা ও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে তথ্যবহুল লেখা আহবান করেছে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড’ উল্লেখ করেন ডা. সরোয়ার।

বিষয়সমূহ: ডিম, শস্য, দুধ, মাছ, মাংশসহ সকল ধরণের খাদ্যের উৎপাদন, পুষ্টিগুণ, মাননিয়ন্ত্রণ, সংরক্ষণ, খাদ্যভ্যাস ও খাদ্য সম্পর্কিত বিভিন্ন টেকসই প্রযুক্তি।

প্রবন্ধ লেখা জমা দেওয়ার নিয়মাবলী

১। প্রবন্ধ বাংলা বা ইংরেজি ভাষায় লিখতে হবে (সায়েন্টিফিক নামের ক্ষেত্রে ইংরেজি ফন্ট গ্রহণযোগ্য)

২। Font অবশ্যই বাংলার ক্ষেত্রে ফন্ট SutonnyMJ এবং ইংরেজির ক্ষেত্রে Times New Roman ব্যবহার করতে হবে। অন্য Font গ্রহণযোগ্য নয়। Font Size: 12; Line Space: Double Format: Word file

৩। সর্বোচ্চ শব্দ সংখ্যা: ১৫০০ (প্রবন্ধের শিরোনাম ও ঠিকানা বাদে)

৪ । প্রবন্ধের শেষে লেখকের নাম, পদবী, ঠিকানা, ই-মেইল ও মোবাইল নম্বর লিখতে হবে।

৫ । প্রবন্ধ পাঠানোর ই-মেইল: bsafefood@gmail.com

৬। প্রবন্ধ প্রেরণের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২২

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:

ডা. মোহাম্মদ সরোয়ার জাহান, মেম্বার সেক্রেটারি এবং প্রফেসর ডা. মো. মোস্তফা আনোয়ার সোহেল, কনভেনার

প্রকাশনা উপ-কমিটি,বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড

Bangladesh Society for Safe Food (BSSF)

মোবাইল: ০১৩০৩-৫৪২৮৭১, ০১৭১১-০৫৪৭২৮

This post has already been read 3055 times!

Check Also

SAU Hosts Intern Orientation Program in collaboration with Square Agrovet

SAU Correspondent: Sher-E-Bangla Agriculture University (SAU) held the Intern Orientation Program 2023 for students entering …