শনিবার , জানুয়ারি ১৮ ২০২৫

ভয়াবহ অগ্নিকাণ্ডে এসিআই সীড প্রসেসিং সেন্টারের ব্যাপক ক্ষতি!

যশোর সংবাদদাতা: দেশের সর্ববৃহৎ বীজ কোম্পানী এসিআই সীডের যশোরস্থ সীড প্রসেসিং সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা বেজে ১০ মিনিটে অগ্নিকান্ডের বিষয়টি নিরাপত্তা কর্মীদের নজরে আসে। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সেনানিবাস ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় মাসুদ রানা নামে এক ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়েছেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসিআই সীড প্রসেসিং সেন্টারের ম্যানেজারের কাছে ক্ষয়ক্ষতির পরিমান জানতে চাইলে তিনি বলেন, এই মূর্হুতে বলা যাচ্ছে না, তবে বড় ধরণের ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, গোডাউন ভর্তি হাইব্রিড ধান, ভুট্টা বীজ রয়েছে, যা আগুনে পুড়ে গিয়েছে এবং আগুন নেভাতে গিয়ে পানিতে ভিজে ও তাপে নষ্ট হয়ে গিয়েছে। তাই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি ধারণা করছেন। কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনোরঞ্জন কুমার জানান, আমরা সকাল ৭ টার কিছু পরে দিকে জানতে পারি শানতলা এসিআই সীড প্রসেসিং সেন্টারে আগুন লেগেছে। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও যশোর সেনানিবাস ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে হাজির আসে। এরপর দীর্ঘ প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, প্রাথমিক উপাত্ত বিশ্লেষনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে তারা ধারণা করছেন।

This post has already been read 3193 times!

Check Also

দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য মজুদ নিশ্চিত করতে হবে

সিরাজগঞ্জ সংবাদদাতা:  চলতি আমন সংগ্রহ ২০২৪-২৫ এর লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক মতবিনিময় সভায় খাদ্য উপদেষ্টা আলী …