শনিবার , জানুয়ারি ১৮ ২০২৫

বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিতে রোমের উদ্দেশে কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি।

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও)বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিতে ইটালির রোমের উদ্দেশে রওয়ানা দিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক। আজ শনিবার (১৫ অক্টোবর) সকালে তিনি ঢাকা ত্যাগ করেছেন। ‘স্বাস্থ্যকর খাবার, সুস্থ গ্রহ’ (Healthy Diets, Healthy Planet) প্রতিপাদ্যে ১৭-২১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এ সম্মেলন।

এছাড়া, কৃষিমন্ত্রী সেখানে (রোমে) ‘বিনিয়োগ সম্মেলনে’ অংশগ্রহণ করবেন। কৃষিখাতের রূপান্তরে বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে খাদ্য ও কৃষি সংস্থা। সেজন্য, এফএও ১৮-১৯ অক্টোবর পর্যন্ত ‘বিনিয়োগ সম্মেলনের’ আয়োজন করেছে।

আগামী ২২ অক্টোবর কৃষিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

This post has already been read 2904 times!

Check Also

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে -সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত …