শনিবার , জানুয়ারি ১৮ ২০২৫

বাংলাদেশে ইয়ামাহা কর্পোরেশন এর ১৩৫ বছর পূর্তি উদ্যাপন

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: ইয়ামাহা কর্পোরেশন এর ১৩৫ বছর উপলক্ষে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি গত ১২ অক্টোবর রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত ইয়ামাহা ফ্লাগশিপ সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইয়ামাহা বাংলাদেশ এক মনোরম কনসার্ট এর আয়োজন করে যেখানে কার্নিভাল, লেভেল ৫, ওনড, রোকা ফোবিক ব্যান্ডের সদস্যগণ তাদের সংগীত পরিবেশন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরস এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, বামবা প্রেসিডেন্ট হামিন আহমেদ, বামবা সদস্য মানাম আহমেদ, ইয়ামাহা মিউজিক স্কুলের শিক্ষার্থী এবং সংগীত পিপাসু তরুণ সংগীতপ্রেমীরা।

উল্লেখ্য, ইয়ামাহা ১৩৫ বছর ধরে মিউজিকের সেরা সব বাদ্যযন্ত্র প্রস্তুত ও সরবরাহ করে আসছে। এসিআই মটরস ২০১৮ সাল থেকে বাংলাদেশে ইয়ামাহা মিউজিকের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে মিউজিক পিপাসু মানুষদের সেবা প্রদান করে আসছে। ইয়ামাহা মিউজিক বাংলাদেশ তেজগাঁও-এ অবস্থিত সুপরিসর মিউজিক স্টোরে বিপণন, রেকর্ডিং, কনসার্ট স্পেস সহ দারুণ কিছু সেবা প্রদান করে আসছে।

This post has already been read 2837 times!

Check Also

দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য মজুদ নিশ্চিত করতে হবে

সিরাজগঞ্জ সংবাদদাতা:  চলতি আমন সংগ্রহ ২০২৪-২৫ এর লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক মতবিনিময় সভায় খাদ্য উপদেষ্টা আলী …