বুধবার , অক্টোবর ৩০ ২০২৪

রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধিতে ১৩৭ কোটি টাকার প্রণোদনা দিবে সরকার

নিজস্ব প্রতিবেদক: রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ,মসুর, ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ১৩৭ কোটি টাকার প্রণোদনা দেয়া হচ্ছে। সারা দেশের ১৬ লাখ ৭১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাবেন। একজন কৃষকএক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার পাবেন।

কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেয়া হচ্ছে। গতকাল (২৬ অক্টোবর) এ সংক্রান্ত সরকারি মঞ্জুরি আদেশ জারি হয়েছে।

This post has already been read 2698 times!

Check Also

বছরব্যাপী ফলন ও লাভ মিলবে যে জাতের লেবু চাষে!

নাজমুন নাহার: ভিটামিন-সি বা আ্যসকরবিক এসিড শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ভিটামিন-সি মানবদেহে উৎপন্ন হয়না । …