গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এ শনিবার (১২ নভেম্বর) বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২ ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ড. কাজী বদরুদ্দোজা বিজ্ঞান ক্লাব এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর যৌথভাবে এ অলিম্পিয়াডের আয়োজন করে। বিজ্ঞান অলিম্পিয়াডে গাজীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর সভাপতিত্বে বিজ্ঞান অলিম্পিয়াডে ‘উদ্ভাবনের মাধ্যমে জীবনমান উন্নয়ন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. শমশের আলী। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এমিরিটাস সায়েন্টিস্ট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কাজী বদরুদ্দোজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র সাবেক মহাপরিচালক ড. এম এ মাজেদ, পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. ফেরদৌসী ইসলাম এবং পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. গোবিন্দ চন্দ্র বিশ্বাস।
বিজ্ঞান অলিম্পিয়াডে সভাপতির বক্তব্যে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, আজকের এ অলিম্পিয়াডে যারা অংশগ্রহণ করছে তারা সকলেই ছোট ছোট বিজ্ঞানী। আজকের এ শিক্ষার্থীরাই বিজ্ঞান চর্চার মাধ্যমে আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেবে। এরা আগামী দিনের পৃথিবীকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। তবে বিজ্ঞানের যে অর্জন সেটিকে সঠিকভাবে ব্যবহার করায় বিজ্ঞানীদের কাজ। কাজেই আমাদের বিজ্ঞান হবে কল্যাণমুখী, বিজ্ঞান হবে সারা পৃথিবীর মানুষের উন্নয়নের জন্য। আজকের এই শিক্ষার্থীরা তাদের মেধা, মননশীলতার মাধ্যমে আগামী দিনে বিজ্ঞানকে আরও বিকশিত করবে এটিই আমাদের প্রত্যাশা।