নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে দক্ষিণাঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি এবং কৃষি তথ্য সার্ভিসের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) নগরীর খামারবাড়িতে এআইএসের কনফারেন্স রুমে কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. ফজলুল হক।
কৃষি তথ্য সার্ভিসের (এআইএস) উপপরিচালক (গণযোগাযোগ) ড. শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পটুয়াখালীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সহিদুল ইসলাম খান। মূল আলোচক ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন।
কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএইর সাবেক অতিরিক্ত পরিচালক হৃদয়েশ্বর দত্ত, ডিএই ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলাম, ভোলার উপপরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালক ড. একেএম মিজানুর রহমান, সহকারি আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মো. জাকির হোসেন তালুকদার, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছয়েমা খাতুন, বাংলাদেশ ফলিত পুষ্টি ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জামাল হোসেন, আমতলীর উপজেলা কৃষি অফিসার সি.এম. রেজাউল করিম, লালমোহনের উপজেলা কৃষি অফিসার এএফএম শাহাবুদ্দিন, কৃষক রিতা ব্রহ্ম প্রমুখ। অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কৃষকসহ ৫০ জন অংশগ্রহণ করেন।