শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪

পটুয়াখালীর কলাপাড়ায় আমনের ফসল কর্তন এবং কৃষক সমাবেশে কৃষি সচিব

নাহিদ বিন রফিক (বরিশাল): পটুয়াখালীর কলাপাড়ায় আমন ধানের শস্য কর্তন এবং কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ব্রির উদ্দ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি’র) মহাপরিচালক ড. শাহজাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফজলুল হক।

ব্রির উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রিয়লাল বিশ্বাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন , আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু, ডিএই পটুয়াখালীর উপপরিচালক মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মো. আবদুল্লাহ, বিএডিসির নির্বাহী প্রকৌশলী মো. মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল মিয়া, কৃষক মঞ্জুরুল আলম প্রমুখ।

প্রধান অতিথি কৃষকদের উদ্দ্যেশে বলেন, কৃষিকে লাভজনক করতে হবে। সবজায়গায় ধান চাষ হবে এমনটি নয়, যেখানে যে ফসল ভালো হয় তাই করা দরকার। পটুয়াখালী মুগের জন্য বিখ্যাত। এছাড়া তরমুজ ও সূর্যমুখীসহ আরো কিছু ফসলআবাদ বেশ উপযোগী। তাই এখানে উন্নত জাত ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়াতে হবে। কৃষি বিভাগ সবসময় আপনাদের পাশে আছে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ করেন। অনুষ্ঠানে ব্রি, ডিএই, কৃষি তথ্য সার্ভিস, বিএডিসি, এসসিএর কর্মকর্তাসহ ৩ শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

This post has already been read 2726 times!

Check Also

মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম সার ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাবনা সংবাদদাতা: পাবনা’র ভাঙ্গুড়া উপজেলায় মৃত্তিকা সম্পদের যৌক্তিক ও লাভজনক ব্যবহার, মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি …