রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

বরিশালে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে। সোমবার (০৫ ডিসেম্বর) বিএডিসির কনফারেন্স রুমে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম আমিনুল ইসলাম আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম। কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি ব্রজমোহন কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মাহমুদুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) নির্বাহি প্রকৌশলী  চঞ্চল কুমার মিস্ত্রী, বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক সাবিনা ইয়াসমিন, বাংলাদেশ বেতারের উপআঞ্চলিক পরিচালক মু. আনছার উদ্দিন, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, কৃষি বিপণন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. মাহবুব আলম, কৃষক গিয়াস উদ্দিন লিটু প্রমুখ।

দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল মৃত্তিকা: খাদ্যের সূচনা যেখানে। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, আদর্শ মাটি ফসলের আশানুরূপ উৎপাদনের পূর্ব শর্ত। আর এজন্য দরকার জমিতে জৈব সার ব্যবহারের ধারাবাহিকতা বজায় রাখা। এতে মাটির উর্বরতা শক্তি অক্ষুন্ন থাকে। পাশাপাশি রাসায়নিক সারের কার্যকারিতাও বাড়ে। তাই আমাদের প্রয়োজনই মাটির স্বাস্থ্য সুরক্ষা রাখা চাই।

আলোচনা অনুষ্ঠানের আগে শহরের সি অ্যান্ড বি রোডে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধশতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। এদিকে ঝালকাঠি এবং পিরোজপুরে অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

This post has already been read 2361 times!

Check Also

সুনামগঞ্জে বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সমূহের কর্মশালা

মো. জুলফিকার আলী (সিলেট) : বিনা উপকেন্দ্র, সুনামগঞ্জ এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, …