শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪

অনলাইনের পাশাপাশি অফলাইনে ও শুরু হয়ে গেছে এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন ২ ” এর স্পট ক্যাম্পেইন কার্যক্রম

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: অনলাইনের পাশাপাশি অফলাইনে ও শুরু হয়ে গেছে “বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড ” আয়োজিত “লজেন্স ” প্রেজেন্টস  “এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন ২ ” এর স্পট ক্যাম্পেইন কার্যক্রম।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ সহ  শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়  এ শুরু হয়ে গেছে স্পট ক্যাম্পেইন। স্পট ক্যাম্পেইনে মূলত শিক্ষার্থীদেরকে “এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন ২ ” নিয়ে অবগত করা ও এবারের প্রতিযোগিতা সম্পর্কে ধারণা দেয়া হয়। সেই সাথে স্পট ক্যাম্পেইনে রেজিষ্ট্রেশন করলে থাকছে বিশেষ কিছু পুরষ্কারও। ক্যাম্পেইন চলবে জানুয়ারিতেও।

স্পট ক্যাম্পেইন পরিচালনা করেন   বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড কোর টিমের হুরে জান্নাত বিনতে তফিক ইরিন, সব্যসাচী বিশ্বাস এবং এ.কে. নিকসন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্পট ক্যাম্পেইনে ছিলেন সুরাইয়া ইয়াসমিন মিতু,সুদীপা হালদার, তাওসিফ উল ওয়াসী প্রচ্ছদ, জিনিয়া ইসলাম এনি, শাহিদা শিমু, আশিকুর রহমান,  মোঃ কাজিম আল কোরায়েশী, মোঃ আবু তাসফার বিন ছোয়াদ,মোস্তাবিয়া জান্নাত রাফিয়া, আকলিমা আকতার, মুহাম্মদ আল ফায়েদ শামা অপি, সানজিদা তামীম ও লস্কর মহন্ত।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্পট ক্যাম্পেইনে ছিলেন সানজিদা রহমান, যারীন রায়হানা,শাহীনুর আক্তার,অমনিয়া আশরাফ, আহসানুল ইবাদ,তৌফিকুল হোসেন,সৌরভ কুমার,তাসনিয়া তাবাসসুম,খায়রুল বাশারফারজানা ফায়েজা |

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্পট ক্যাম্পেইনে ছিলেন  তানিয়া সুলতানা, সালাহ্ উদ্দিন,হালিমা সাবা,সামিনা আফরিন,লাইনুন লাবন্য,  সুমাইয়া শিমু,  নাহিয়ান উল্লাহ্, মাহমুদুল হাসান,হাসিব আল ইসলাম

এর আগে অনলাইনে ১০ ই ডিসেম্বর শুরু হয় ২য় বারের মত এবারের অলিম্পিয়াডের রেজিষ্ট্রেশন। গত সিজনের মত এবারও থাকছে এগ্রিকালচার,ফিশারিজ, এনিম্যাল প্রডাকশন, এগ্রিবিজনেস এন্ড এগ্রিকালচারাল ইকোনোমিকস, ফুড এন্ড নিউট্রিশন,  বায়োটেকনোলজি এন্ড জেনেটিকস, এগ্রিকালচারাল ইনোভেশন এন্ড টেকনোলজি, এনিম্যাল হেলথ এন্ড বায়োসিকিউরিটি এই ৮টি ভিন্ন ক্যাটাগরি নিয়ে ৩টি রাউন্ড।

এই প্রতিযোগিতাকে আরও সুন্দর করতে সহযোগিতায় রয়েছে ফার্মিং ফিউচার বাংলাদেশ (গিফট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান সংঘ (ক্লাব), বিজ্ঞানচিন্তা (ম্যাগাজিন), নাটাই (গিফট), চলতি ঘটনা (ম্যাগাজিন), রেসকো বিস্কুট এন্ড ব্রেড ফ্যাক্টরি (স্ন্যাক্স),  জিল ক্যাফে (বেভারেজ), রেডিও ধ্বনি (রেডিও)  কালারস এফ এম(রেডিও), অধিকার নিউজ(নিউজ), নেক্সাস টিভি (ব্রডকাস্ট), অন্যধারা ( গিফট), দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড (প্রিন্ট),  রাইজিং বিডি (নিউজ), এগ্রি লাইফ ২৪ (নিউজ), গ্রীণ ইকো ট্রাভেলস (ট্রাভেল), ওয়েব হোস্ট বিডি(আইটি), বাংলাদেশ পোল্ট্রি  এন্ড ফিশ (ম্যাগাজিন), এগ্রি নিউজ ২৪ ( নিউজ), দাঁড়িকমা প্রকাশনা ( গিফট),  ক্যাম্পাসিয়ান (সোশাল মিডিয়া) ,  কৃষি জাগরণ (সোশাল মিডিয়া),  আ্যমিগোস রেস্টুরেন্ট ( ফুড).

বিস্তারিত জানতে ইভেন্ট লিংক –

https://m.facebook.com/events/1279552422627558?mibextid=Nif5oz

বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডের পেইজ লিংক-

https://www.facebook.com/bangladeshagriculturalolympiad?mibextid=ZbWKwL

This post has already been read 2422 times!

Check Also

বাকৃবিতে সিকৃবি ভিসি ড. আলিমুল ইসলামের সংবর্ধনা

বাকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভিসি হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাইক্রোবায়োলজিস্ট ও ভাইরোলজিস্ট প্রফেসর ড.মো. …