কাইউম তমাল (পাবনা) : পাবনা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে অতিরিক্ত উপপরিচালক রোকনুজ্জামানের সভাপতিত্বে শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনে ২১ দিনব্যাপী পুষ্প প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসন সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার, বিশেষ অতিথি পাবনা প্রেস ক্লাবের সভাপতি- এ.বি.এম ফজলুর রহমান।
এ.বি.এম ফজলুর রহমান বলেন, ফুল প্রকৃতির অপার সৌন্দর্য। ফুলের আদর্শে জীবন গঠন করে সেই সৌন্দর্য দেশের মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার মধ্যে রয়েছে মানব জীবনের পরম সার্থকতা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পুষ্প মেলা বাস্তবায়ন কমিটি পাবনা আয়োজিত ২১ দিনব্যাপী পুষ্প প্রদর্শনীর শুব উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা দৈনিক খোলা কাগজ এর পাবনা প্রতিনিধি আব্দুল জব্বার, মো. আবু সাঈদ শিখন, সবুজ কিংসুক সভাপতি কাঠপেনসিল শিল্পগোষ্ঠী পাবনা এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষিবীদ মাসুদ রানা,নার্সারি মালিক সমিতি সভাপতি সুলতান মাহমুদ,সহ নার্সারি মালিক সংগঠন এর নেতা কর্মী বৃন্দ।
উল্লেখ্য, যশোরের গদখালি উপজেলায় সর্বপ্রথম বানিজ্যিক ফুল চাষ শুরু হয়। বর্তমান বাংলাদেশ চার হাজার হেক্টর জমিতে ফুল চাষ করা হয়। এ সময় বক্তারা পাবনা এলাকায় ফুলচাষ বৃদ্ধিতে কৃষি বিভাগের সহযোগিতা কামনা করেন।