রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

বাউফলে আমনের শস্যকর্তন ও মাঠদিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): পটুয়াখালীর বাউফলে বিআর২৩ জাতের আমন ধানের শস্যকর্তন ও মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) উপজেলার উত্তর মাধবপুরে ব্রির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বরিশালের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী শিরীন আখতার জাহান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ কৃষক আব্দুর রহিম মৃধা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রির উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রিয়লাল বিশ্বাস, বৈজ্ঞানিক কর্মকর্তা তমালিকা সাহা, কৃষক সুজন কবিরাজ প্রমুখ।

প্রধান অতিথি বৈজ্ঞানিক উপায়ে ধান চাষাবাদে কৃষকদের আহবান জানান। এ বিষয়ে প্রযুক্তিগত পরামর্শ এবং যেকোনো সমস্যা সমাধানে কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন।

প্রদর্শনীচাষি সুজন কবিরাজের উৎপাদিত ফসলের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে হেক্টরপ্রতি ধানের ফলন হয়েছে ৬ টন প্রায়। তিনি বিআর২৩ জাত ব্যবহারের মাধ্যমে এমন ফলন পেয়ে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

This post has already been read 1882 times!

Check Also

সুনামগঞ্জে বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সমূহের কর্মশালা

মো. জুলফিকার আলী (সিলেট) : বিনা উপকেন্দ্র, সুনামগঞ্জ এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, …