বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

কানাইঘাটের কৃষিতে সমলয় কর্মসূচি পরির্দশনে সিলেট ডিএই  উপ-পরিচালক

সিলেট সংবাদদাতা: কানাইঘাটের কৃষিতে আধুনিক ও যুগোপযোগী সংযোজন সমলয় কর্মসূচির আওতায়  কানাইঘাট উপজেলার ৪ নং সাতবাঁক ইউনিয়নের দাবাধরনীর মাটি গ্রাম মাঠে এক জায়গায় ১৫০ বিঘা জমিতে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে  বোরো আবাদের লক্ষ্যে ট্রেতে বীজতলা তৈরীর  সমলয় ব্লক প্রর্দশনী কার্যক্রম সোমবার (৯ জানুয়ারি) বিকালে মাঠ পরির্দশন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলার কৃষি কর্মকর্তা মোঃএমদাদুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হায়দার আলী টুটুল,সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাইয়িব শামিম,  উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃআবুল হারিছ।

আরও উপস্থিত ছিলেন দাবাধরনীর মাটি কৃষক গ্রুপের কৃষক প্রতিনিধি হুমায়ুন কবির সুহেব, আজির উদ্দিন, মাহবুব আহমদ,কামিল আহমদ,হাবিব আহমদ প্রমুখ।

This post has already been read 2150 times!

Check Also

জৈব পদার্থ মাটির হার্ট- বরিশালে বিনার মহাপরিচালক

নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মো. আবুল কালাম …