রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

বরিশালে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) নগরীর ব্রির সম্মেলন কক্ষে ডিএই এবং কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক স্বপন কুমার খাঁ। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বিমল চন্দ্র কুন্ডু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএই বরিশালের অতিরিক্ত পরিচালক মো. হারুন-অর-রশীদ। আর  মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান।

মাদারীপুরের উপজেলা কৃষি অফিসার মো. আরিফুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএইর পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের অতিরিক্ত পরিচালক দুলাল হোসেন, গোপালগঞ্জের উপপরিচালক ড. অরবিন্দ কুমার রায়, ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী শিরিন আক্তার জাহান, আমতলীর উপজেলা কৃষি অফিসার সি. এম. রেজাউল করিম প্রমুখ।

কর্মশালায় প্রধান অতিথি বলেন, দেশের বর্ধিত জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে কন্দাল ফসল এক গুরুত্বপূর্ণ শস্য। এটি আপদকালীন সবজি হিসেবেও সমাদৃত। যা অনাবাদি, অনুর্বর ও পতিত জমিতে চাষযোগ্য। এছাড়া পুষ্টিগুণ রয়েছে যথেষ্ট পরিমাণ। এসব বিষয়ের ওপর গুরুত্ব দিতে এর আবাদ সম্প্রসারিত হচ্ছে। ভালো ফলন এবং উচ্চমূল্যের কারণে কৃষকপর্যায়ে গ্রহণযোগ্যতা বাড়ছে বেশ।

দিনব্যাপী এ কর্মশালায় বরিশাল ও ফরিদপুর অঞ্চলের কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 2434 times!

Check Also

সুনামগঞ্জে বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সমূহের কর্মশালা

মো. জুলফিকার আলী (সিলেট) : বিনা উপকেন্দ্র, সুনামগঞ্জ এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, …