Thursday , April 3 2025

বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) জেলা প্রশাসকের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন-অর-রশীদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাছান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম, আলৈঝাড়ার উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, হিজলার উপজেলা চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন ঢালী, হিজলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফা কামাল প্রমুখ।

সভায় বরিশাল জেলার কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যৎ এবং প্রকৌশলসহ অন্যান্য উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 2741 times!

Check Also

সিলেটে অনাবাদি জমিতে পুষ্টি বাগান স্থাপন প্রকল্প নিয়ে সেমিনার অনুষ্ঠিত

মো.জুলফিকার আলী (সিলেট) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের আয়োজনে এবং ২০২৪-২৫ অর্থবছরের “অনাবাদি পতিত …