বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪

ফেঞ্চুগঞ্জে সরিষা ও রোপাআমন ধানের বাম্পার ফলন

শহীদ আহমেদ খান : ফেঞ্চুগঞ্জ উপজেলার সরিষা ক্ষেত ও রোপাআমন ধানের বাম্পার ফলন পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় করেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের সরিষা ক্ষেত ও রোপাআমন ধানের পরিদর্শনকালে কৃষকদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, সরকার ঘোষিত ১খন্ড জায়গাও অনাবাদি থাকবে না। আমরা ফসল ফলানো মাধ্যমে দেশকে স্বনির্ভর করব ইনশাআল্লাহ।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর উপ পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা জানান, চলতি বছর ১৪৩,৪৭৩ হেক্টর আবাদ হয়েছে যা গত বছরের তুলনায় ২,৯৭৩ হেক্টর বেশী। গত বছরের চেয়ে চাল উৎপাদন ৮,৫০০ মেট্রিক টন (৬০/-) উৎপাদিত হয়েছে। যার বাজার মূল্য- ৫১,০০,০০,০০০ টাকা।

সরিষার আবাদ চলতি বছরে ৫,৬৯৮ হেক্টর হয়েছে। যা গত বছরের তুলনায় ১,৮৭৮ হেক্টর বেশী। গত বছরের চেয়ে সরিষার উৎপাদন ২,২৫০ মেট্রিক টন (৭৫/- কেজি) বেশী। অতিরিক্ত উৎপাদিত সরিষার বাজার মূল্য ১৬,৮৭,৫০,০০০ টাকা বলে তিনি জানান।

পরিদর্শকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি অফিসার সহ সর্বস্থরের কৃষকবৃন্দ ও সমাজের অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

This post has already been read 1699 times!

Check Also

নরওয়ের সাথে সরাসরি নৌযোগাযোগ স্থাপনের আহ্বান নৌপরিবহন উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: নরওয়ের সাথে বাংলাদেশের সরাসরি নৌযোগাযোগ স্থাপনের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট …