আবু জাফর ইলিয়াস (ঝালকাঠি) : উপপরিচালকের কার্যালয়,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,ঝালকাঠির উদ্যোগে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১০ টায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ডিএই ঝালকাঠির উপপরিচালক কৃষিবিদ জনাব মো. মনিরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন প্রকল্পের আঞ্চলিক মনিটরিং অফিসার জনাব রথীন্দ্রনাথ বিশ্বাস, এডিডি(পিপি) জনাব রিফাত শিকদার, এডিডি(শস্য) ইসরাত জাহান মিলি, এডিডি(উদ্যান) জনাব মো. রিয়াজউল্লাহ বাহাদুর প্রমুখ।
প্রধান অতিথী তার বক্তব্যে ভোজ্য তেলের আমদানী নির্ভরতা কমাতে তেল জাতীয় ফসল যেমন সরিষা, সূর্যমুখী চাষের গুরুত্ব ও আবাদ সম্প্রসারণের জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করার জন্য নির্দেশ দেন। তিনদিন ব্যাপী প্রশিক্ষণে তেলজাতীয় ফসলের আবাদের গুরুত্ব,আবাদের আধুনিক কলা কৌশল, পোকা-মাকড় দমন ও অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রশিক্ষণের ঝালকাঠির বিভিন্ন উপজেলার ত্রিশ (৩০) জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।