বুধবার , জানুয়ারি ১ ২০২৫

কানাডার কৃষিমন্ত্রীর সাথে বৈঠক

নিজস্ব প্রতিবেদক : গতকাল শুক্রবার (২০ জানুয়ারি) কৃষিমন্ত্রী ড. রাজ্জাক  কানাডার কৃষিমন্ত্রী মেরি-ক্লাউডি বিবিউ এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। মন্ত্রী স্বাধীনতার পর বাংলাদেশকে কানাডার স্বীকৃতি প্রদান এবং সহযোগিতার জন্য কানাডার কৃষিমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

বৈঠকে কানাডার সাচকেচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি এর সাথে চলমান সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে গতবছর সেখানে স্থাপিত ‘বঙ্গবন্ধু চেয়ার’ এর  আওতায় গবেষণা ও প্রশিক্ষণের প্রতি জোর দেয়া হয়। ঢাকায় বঙ্গবন্ধু -পিয়েরে ট্রুডো সেন্টার স্থাপনের জন্য আগামী ২২ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য কানাডার কৃষিমন্ত্রীকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানানো হয়।

কানাডার কৃষিমন্ত্রী মেরি-ক্লাউডি বিবিউ জানান, সাসকেচুয়ানের কৃষিমন্ত্রী উক্ত অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসবেন। এছাড়া, তিনি  বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি, কৃষি প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগসহ সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

This post has already been read 2400 times!

Check Also

এইচআইভি/এইডসের জন্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: এইচআইভির জন্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি এবং এর অবস্থার উন্নয়নে চ্যালেঞ্জ ও উত্তরণের …