রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

বিপিআইএ নির্বাচন : একটি বাদে ১৮টিতেই ‘খামারি প্যানেল’ জয়ী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (BPIA) এর দ্বি-বার্ষিক নির্বাচনে ১৯টি পদের মধ্যে ১৮টিতেই জয় পেয়েছে ‘খামারী প্যানেল’ এবং কেবল একটিতে জয় পেয়েছে ‘পোলট্রি সুরক্ষা প্যানেল। আজ সোমবার (২৩ জানুয়ারি) রাজধানীর কাওরান বাজারের টিসিবি ভবনে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এফবিসিসিআই পরিচালক আমজাদ হোসাইন। মোট ২২৪ জন ভোটারের মধ্যে ১৯৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন: শতাংশের হিসেবে যার পরিমান ৮৭.৯৪!

এছাড়াও সদস্য হিসেবে ছিলেন এফবিসিসিআই-এর পরিচালক আবু নাসের ও নির্বাহী কর্মকর্তা মূর্ছনা আফরোজ। অনেকদিন পর নির্বাচন হওয়ার কারণে সকাল থেকেই ভোটারদের মাঝে এক ধরনের উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিপিআইএ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের পরিচয়, স্থান ও প্রাপ্ত ভোট ক্রমানুসারে নিচে দেয়া হলো-

ডা. মোসাদ্দেক হোসাইন, সাবেক মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাঘাচর এগ্রোফার্ম লি., জামালপুর (১ম স্থান, প্রাপ্ত ভোট-১৩৫);
খন্দকার মুহাম্মদ মহসিন,ইউনাইটেড এগ্রো কমপ্লেক্স, গাজীপুর (২য় স্থান, প্রাপ্ত ভোট-১২৮);
ডা. এম. এম. খাঁন, বায়ো- হেলথ কোং লি., ঢাকা (৩য় স্থান, প্রাপ্ত ভোট-১২৫);
ইমরান হোসাইন, ওয়েস্টার পোল্ট্রি এন্ড ফিসারিস লিঃ, সিলেট (৪র্থ, প্রাপ্ত ভোট-১২৫);
মো: তোফাজ্জল হোসেন, অজিরন পোল্ট্রি, গাজীপুর (৫ম স্থান প্রাপ্ত ভোট-১২৪);
অঞ্জন মজুমদার, বাংলাদেশ ফ্যামিলি পোল্ট্রি ডেভেলপমেন্ট সার্ভিসেস, ঢাকা (৬ষ্ঠ স্থান, প্রাপ্ত ভোট-১২২);
টি আই এস জাহিদুর রহিম জোয়ার্দার, এ আর জোয়ার্দার এগ্রো, খুলনা (৭ম স্থান, প্রাপ্ত ভোট-১২২);
মাহবুব আলম, সাকিব পোল্ট্রি ফার্ম, রংপুর (৮ম স্থান, প্রাপ্ত ভোট-১২২);
মো: নুরুল মোরশেদ খান, আফতাব হ্যাচারি লিঃ, ঢাকা (৯ম স্থান, প্রাপ্ত ভোট-১২১);
মো: আব্দুর রহিম, গাজীপুর পোল্ট্রি ফার্ম, বরিশাল (১০ম স্থান, প্রাপ্ত ভোট-১১৯);
মো: আলমগীর হোসেন, অগ্রণী পোল্ট্রি, টাঙ্গাইল (১১তম স্থান, প্রাপ্ত ভোট-১১৯);
শাহ হাবিবুল হক, প্ল্যানেট এগ্রো লিঃ, সিরাজগঞ্জ, রাজশাহী (১২তম স্থান, প্রাপ্ত ভোট-১১৮);
মিসেস শাওন, সোয়াদ পোল্ট্রি এন্ড ডেইরী, কিশোরগঞ্জ (১৩তম স্থান, প্রাপ্ত ভোট-১১৮);
এ. কে. ফজলুল হক, হক পোল্ট্রি ফার্ম, কিশোরগঞ্জ (১৪তম স্থান, প্রাপ্ত ভোট-১১৬);
মো: ইসরাফিল, মিনার পোল্ট্রি এন্ড মিনার ফিসারিস, ময়মনসিংহ (১৫তম স্থান, প্রাপ্ত ভোট-১১৬);
খন্দকার মনির আহমেদ, খন্দকার পোল্ট্রি কমপ্লেক্স, ঢাকা (১৬তম স্থান, প্রাপ্ত ভোট-১১৫);
মো: মিজানুল ইসলাম খান, বাংগা বাই ট্রেডিং, ঢাকা (১৭তম স্থান, প্রাপ্ত ভোট-১০৯);
ফয়েজ আহম্মেদ, পোল্ট্রি লিং দেশ, চট্টগ্রাম (১৮তম স্থান, প্রাপ্ত ভোট-১০৯);
কাজী আবু সাইদ, মেসার্স বেষ্ট মিক্স (বিডি) লিমিটেড (১৯ তম স্থান, প্রাপ্ত ভোট-১০০)

নির্বাচনে জয়ী প্রার্থীগণ আগামী দুই বছর পোলট্রি খামারি ও সেক্টরের উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানের কাজে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। এছাড়াও পরাজিত প্রার্থীগণ বিজয়ীদের অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯ সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটি আগামী দুই বছর (২০২৩-২৫) তাঁদের দায়িত্ব পালন করবেন।

This post has already been read 3308 times!

Check Also

দি ভেট এক্সিকিউটিভ এর পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন

এগ্রিনিউজ২৪.কম : গত (১৮ সেপ্টেম্বর) বিকালে নব গঠিত The Vet Executive এর কার্যকরী কমিটির পক্ষ …