মঙ্গলবার , জানুয়ারি ২১ ২০২৫

বরিশালে কৃষির দুই ঊধর্বতন কর্মকর্তার বিদায় একজনকে বরণ

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষির দুই ঊধর্বতন কর্মকর্তার বিদায়ের পাশাপাশি একজনকে বরণ করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) নগরীর কৃষি তথ্য সার্ভিসের হলরুমে বিসিএস কৃষি ক্যাডারের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় অতিথি হলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) মো. তাওফিকুল আলম। অন্যজন হলেন ফরিদপুর অঞ্চলে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক মো. হারুন-অর-রশীদ আর বরিশাল অঞ্চলের সদ্য যোগদানকৃত অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান।

এ উপলক্ষে এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলাম, পটুয়াখালীর উপপরিচালক মো. নজরুল ইসলাম, বরিশালের জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম, বরিশালের জেলা বীজ প্রত্যয়ন অফিসার সনজীব মৃধা, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস, ঝালকাঠির জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. অলিউল আলম, বরিশালের অতিরিক্ত উপপরিচালক মো. রেজাউল হাসান, দুমকির উপজেলা কৃষি অফিসার মেহের মালিকা, মুলাদির উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান প্রমুখ।

কর্মজীবনে কৃষিতে অবদান রাখা এবং ন্যায়-নিষ্ঠার সাথে কাজ করার জন্য বক্তারা বিদায়ী অতিথিদ্বয়কে ভূঁয়শী প্রশংসা করেন। সেই সাথে অতিরিক্ত পরিচালক হিসেবে যোগদানকৃত কর্মকর্তার নেতৃত্বে দক্ষিণাঞ্চলের কৃষি আরো সুদৃঢ় হবার আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে অর্ধশতাধিক  কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 2254 times!

Check Also

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে -সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত …