Thursday , April 3 2025

বরিশালে লবণসহিষ্ণু গম ও ডালফসল বিষয়ক দুইদিনের কর্মশালা শুরু

নাহিদ বিন রফিক (বরিশাল): দক্ষিণাঞ্চলে ক্ষুদ্র কৃষি ব্যবস্থায় লবণসহিষ্ণু গম ও ডালফসল অন্তর্ভূক্তিকরণ বিষয়ক  দুইদিনের কর্মশালা আজ বরিশালে শুরু হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বাবুগঞ্জ উপজেলায় আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের নিজস্ব হলরুমে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী  যুক্ত ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব ওয়ের্স্টান অস্ট্রেলিয়ার প্রফেসর উইলিয়াম রিস্কাইন, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার এসিআইএআর প্রকল্পের রিসার্স প্রোগ্রাম ম্যানেজার ড. এরিক হাটনার, সিআইএম-ইউডব্লিউএ প্রকল্পের ডেপুটি প্রজেক্ট লিডার ড. এমজি  নিয়োগী,  ডিএই পটুয়াখালীর উপপরিচালক মো. নজরুল ইসলাম, অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রভাষক ড. সনিয়া আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে দক্ষিণাঞ্চলে ডাল ও গম ফসলের উৎপাদন বৃদ্ধিতে করণীয় বিষয়ের বিস্তারিত আলোচনা হয়। কর্মশালায় কৃষি বিজ্ঞানী, সম্প্রসারণবিদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৪০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

This post has already been read 2866 times!

Check Also

সিলেটে অনাবাদি জমিতে পুষ্টি বাগান স্থাপন প্রকল্প নিয়ে সেমিনার অনুষ্ঠিত

মো.জুলফিকার আলী (সিলেট) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের আয়োজনে এবং ২০২৪-২৫ অর্থবছরের “অনাবাদি পতিত …